Posts

সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে: ক্রলিং, ইন্ডেক্সিং, এবং র‍্যাঙ্কিং

Image
সার্চ ইঞ্জিন হচ্ছে একটি মেশিন যা আমাদের সকলের ছুঁড়ে দেওয়া প্রশ্নের উত্তর দিয়ে থাকে। সার্চ ইঞ্জিনগুলোর উদ্ভব হয়েছিল আমাদের প্রশ্নগুলো বুঝে সঠিকভাবে উত্তর বের করে আনার উদ্যেশে।  সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে জানা শুরু করার আগে সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে তা নিয়ে আমাদের ধারণা নিয়ে রাখা প্রয়োজন। আমরা অনেকে এসইও শেখা শুরু করলে বেসিক জিনিসগুলো ক্লিয়ার না করে সবসময় পরের ধাপে যাওয়ার চেষ্টা করি৷ এতে করে পরবর্তীসময়ে অনেক বিষয় বুঝতে কষ্ট হয়।  তাই, আজকের পোস্টে আমরা বর্ণনা করব কীভাবে সার্চ ইঞ্জিন কাজ করে: ক্রলিং, ইন্ডেক্সিং, এবং র‍্যাঙ্কিং নিয়ে৷ চলুন শুরু করা যাক-  সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে? সার্চ ইঞ্জিন সাধারণত এই তিন উপায়ে কাজ করে থাকে- ক্রলিং: প্রত্যেকটি সার্চ ইঞ্জিনের নিজস্ব রোবট রয়েছে৷ এই রোবটগুলোর মাধ্যমে সার্চ ইঞ্জিনগুলো সারা ইন্টারনেট জুড়ে খুঁজে খুঁজে লিংকগুলো বের করে আনে৷ ইন্ডেক্সিং: সার্চ ইঞ্জিন রোবটগুলো যেসকল লিংক খুঁজে পায়, সেগুলো সুন্দর করে সাজিয়ে রাখে এবং নিজস্ব সার্ভারে অ্যাড করে নেয়৷ হ্যাঁ, শুধু ইনডেক্স হয়ে গেলে কারও পেইজ র‍্যাংক করে ফেলবে, এমন বোকা সার্চ ইঞ্জিনগুলো না৷

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন: নবীনদের জন্য গাইড

Image
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যখন আপনি একটি ওয়েবসাইট প্রকাশ করেন। ওয়েবসাইট প্রস্তুত করার পর সবচেয়ে বেশি প্রয়োজন ট্রাফিক। গুগল সবার জন্য ফ্রি-তে ট্রাফিক গ্রহণ করার ব্যবস্থা করে রেখেছে । সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন-এর মাধ্যমে যেকেউ ফ্রি ট্রাফিক নিতে পারবে নিজেদের ওয়েবসাইটে। গুগল-এ প্রতিদিন প্রায় ৩.৫ বিলিয়ন সার্চ হয়ে থাকে এবং প্রতি সেকেন্ডে প্রায় ৪০ হাজারেরও বেশি সার্চ গুগলকে হ্যান্ডেল করতে হয়। এই বিশাল পরিমান ফ্রি-ট্রাফিক থেকে আপনার সাইটে কিছু ট্রাফিক গ্রহণের সুযোগ থেকে নিশ্চয়ই বঞ্চিত করতে চাইবেন না। গুগল-এ প্রথম পেইজে র‍্যাঙ্ক করা ওয়েবসাইটগুলো প্রায় ৭১ শতাংশ-এরও বেশি ক্লিক পেয়ে থাকে এবং দ্বিতীয় পেইজে সেটা কমে গিয়ে দাঁড়ায় প্রায় ৬ শতাংশে। এরপর যত দূরে যাবে তত সার্চের ক্লিক এর পরিমাণ কমে যাবে। সুতরাং অধিক পরিমাণে ট্রাফিক পাওয়ার জন্য গুগল-এর প্রথমদিকে থাকাটা সবচেয়ে বেশি জরুরি। ওয়েবসাইটকে গুগল-এর প্রথম পেইজে নিয়ে আসার মাধ্যমে বিশাল পরিমাণ ট্রাফিক ধরার পুরো প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বর্তমান সময়ে কোনো ওয়েবসাইট তৈরি কর